চলতি বছরের আগস্টে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ইতোমধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যে দল দেখে বিস্মিত হবেন যে কেউ। ওই দলে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারসহ আট তারকাই নেই।এমন বিস্ময়ের রেশ কাটার আগেই বাংলাদেশকে আরো একবার চমকে দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সফরে আসার আগে অদ্ভুত তিন শর্ত দিয়েছে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রথম শর্ত— বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়াই বাংলাদেশে প্রবেশ করতে দিতে হবে খেলোয়াড়দের। বিমান থেকে নেমে বাসে করে দল সরাসরি টিম হোটেলে চলে যেতে চাইছে অস্ট্রেলীয় দল। করোনা মহামারিকে সামনে রেখে এমন শর্ত অদ্ভুতই বটে।
দ্বিতীয় শর্ত— হোটেল নিয়ে যা বিসিবির খরচকে বাড়িয়ে তুলবে। সিএ চাচ্ছে— পুরো হোটেলই অজিদের জন্য বুকিং করতে হবে। বাইরের কোনো অতিথি বা গ্রাহক সেই হোটেল ব্যবহার করতে পারবেন না। যতোদিন অস্ট্রেলিয়া দল সেই হোটেলে অবস্থান করবে, অন্য গ্রাহককে ভাড়া নিতে পারবে না।অস্ট্রেলিয়ার তৃতীয় শর্ত— একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ সম্পন্ন করতে হবে। তৃতীয় শর্তের বেলায় বিসিবি কিছুটা হলেও চিন্তিত। কারণ করোনার কারণে ভেন্যু বাছাইয়ের সুযোগ কম। এদিকে গত কয়েক মাস ধরে ‘হোম অব ক্রিকেট’খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ওপর বেশ চাপ যাচ্ছে। তাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একাধিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়েছিলো বিসিবি।কিন্তু অস্ট্রেলিয়ার এই শর্তে সেই পরিকল্পনাও ভেস্তে যেতে চলেছে।ক্রিকেট অস্ট্রেলিয়ার এসব শর্ত নিয়ে আলোচনায় বসেছে বিসিবি। বোর্ডের দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়া তাদের দাবিতে অনড়। এখন বিসিবির বোর্ডসভা শেষে সর্বশেষ সিদ্ধান্ত জানা যাবে।প্রসঙ্গত, আসন্ন বাংলাদেশ সফরে রিয়াদ বাহিনীর বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। জুলাইয়ে বাংলাদেশে পা রাখবে টিম অস্ট্রেলিয়া। সিরিজ মাঠে গড়াবে আগস্টে।