ব্রিট বাংলা ডেস্ক :: ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। যদিও সিরিজ জেতা হয়নি, ২-১ ব্যবধানে শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই। তবে সাকিব-তামিমহীন লড়াকু বাংলাদেশের প্রশংসা করতে একটুও কার্পণ্য করেননি শোয়েব আখতার। সাবেক পাকিস্তানি স্পিডস্টার টাইগারদের টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে ৪৪ বছর বয়সী শোয়েব বলেন, ‘ভারত দেখিয়েছে কে বস। তারা প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচে রোহিতের বিধ্বংসী ইনিংসে কামব্যাক করে। তৃতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম। তাই হয়েছে। এবারো ভারত প্রমাণ করেছে তারা তুলনামূলক ভালো দল।
তবে বাংলাদেশকেও টুপি খোলা অভিনন্দন!’
বাংলাদেশ দলের প্রশংসায় শোয়েব আরো বলেন, ‘এটা অবশ্যই বলা দরকার যে বাংলাদেশকে হারনো কঠিন। তারা এখন আর সাধারণ কোনো দল নয়। ২০ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। এই দল আপনাকে চ্যালেঞ্জ করবে।’
টি-টোয়েন্টি লড়াই শেষে টেস্ট যুদ্ধে নামছে বাংলাদেশ-ভারত। আগামীকাল ইন্দোরে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। ২২শে নভেম্বর কলকাতায় দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। সেটি হবে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট।