বাংলাদেশিরা হজে যেতে পারবেন না এমন কোনও নির্দেশনা নেই: প্রতিমন্ত্রী

মহামারি করোনা ভাইরাসের মধ্যে চলমান পরিস্থিতিতে এবারও বাংলাদেশিরা হজে যেতে পারবেনা- এমন কোনও নির্দেশনা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।আজ বুধবার (০৯ জুন) মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি সরকারের কাছ থেকে চিঠি পেলে কম সংখ্যক করে হলেও কিছু লোক হজে যেতে পারবেন বলে আশা প্রকাশ করছি। তবে, চিঠি পেলেই বিস্তারিত জানানো হবে।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনও সরকার একসঙ্গে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে।প্রতিটি জেলা-উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্রের নির্মাণে কোনও অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

Advertisement