ব্রিটবাংলা ডেস্ক : বাংলাদেশের অসহায়, দরিদ্র এতিম শিশু এবং বিধবাদের স্বাবলম্বী করার প্রসংশনীয় প্রজেক্টের জন্য বন্ড ইনোভেটিভ এওয়ার্ড লাভ করেছে ইউকের চ্যারিটি সংস্থা ইসলামিক রিলিফ। গত ১৮ মার্চ লন্ডনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বন্ডের বার্ষিক কনফারেন্সে এই এওয়ার্ড প্রদান করা হয়।
দ্যা অলটারনেটিভ লাইভলিহুডস ফর অরফান সংক্ষেপে এএলও নামের একটি প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের অসহায়, দরিদ্র এতিম শিশু এবং বিধবাদের প্রশিক্ষণ ও কর্মমূখী করে স্বনির্ভর জীবন ও পরিবার গঠনে সহায়তা করছে ইসলামিক রিলিফ। এই প্রজেক্টের মাধ্যমে এতিম শিশু এবং বিধবাদের সব ধরনের প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে চার বছরের ভেতরে একটি পরিবারকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা হয়।
সম্পূর্ন নতুন এই প্রজেক্টটি বাংলাদেশের কাউনিয়া জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়েছে। এই জেলার প্রায় ৪৩ শতাংশ মানুষ চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে জীবন যাপন করছে। কাউনিয়ায় ইসলামিক রিলিফের নতুন এলএলও প্রজেক্টের ব্যাপক সাফল্যের পর স্থানীয় সরকার প্রশাসন বাংলাদেশের অন্যান্য এলাকায় তা সম্প্রসারণ করছে। এএলও অর্থাৎ অলটারনেটিভ লাইভলিহুডস ফর অরফান পরিবাগুলোর ব্যাপক সাফল্যের স্বীকৃতি হিসেবেই আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বন্ড ইসলামিক রিফিলকে বন্ড ইনোভেটিভ এওয়ার্ড প্রদান করেছে।
এ বিষয়ে ইসলামিক রিলিফের ইউকের অন্তবর্তীকালীন ডাইরেক্টর তোফায়েল হোসাইন বলেছেন, সম্পূর্ন নতুন এবং টেকসই একটি প্রজেক্টের মাধ্যমে চরম দারিদ্রতা থেকে শিশু ও বিধবাদের বের করে নিয়ে আসতে ইসলামিক রিফিল সফল হয়েছে, সেই সাফল্যের স্বীকৃতি দিয়েছে বন্ডের মতো বিশাল সংস্থা। তিনি বলেন, যারা মাঠে স্থানীয় কমিউনিটির সঙ্গে নিরলসভাবে কঠোর পরিশ্রম করে এএলও প্রজেক্ট সফল করেছেন এই এওয়ার্ড তাদের প্রাপ্তি। একই সঙ্গে ইসলামিক রিলিফের সব দাতা, শুভাকাঙ্খি, সমর্থক সবার প্রতি এই এওয়ার্ড উৎসর্গ করেন তিনি।
এদিকে উন্নয়ন সংস্থা বন্ডের মেম্বারশীপ এবং কমিউনিকেশন্স ডাইরেক্টর মাইক রাইট বলেছেন, বাংলাদেশে অলটারনেটিভ লাইভলিহুডস ফর অরফান্স প্রজেক্টের মাধ্যমে ইসলামিক রিলিফ যে সাফল্য অর্জন করেছে, তার স্বীকৃতি দিতে পেরে বন্ড গর্বিত।
উল্লেখ্য বন্ড একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। বিভিন্ন চ্যারিটি সংস্থার কাজের মূল্যায়ন করে থাকে এই সংস্থাটি।