ব্রিট বাংলা ডেস্ক :: বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে ভূয়সী প্রশংসা করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিরুন ইয়া সুচি নাই। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘বাংলাদেশ উন্নয়ন মেলা’ উদ্বোধন করতে গিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এ বছর ৭.৮৬% প্রবৃদ্ধি করেছে। যা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে অন্যতম সেরা।’
থাইল্যান্ডের বাংলাদেশ রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশে যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে তা থাইল্যান্ডের জনগণ, জাতিসংঘের কর্মকর্তা ও প্রবাসীদের সামনে তুলে ধরতেই এ মেলা সাজিয়েছি আমরা।’
মেলায় এসক্যাপের ডেপুটি নির্বাহী সেক্রেটারি ও দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হংজু হামন, ইউএনএসক্যাপের পরিসংখ্যান বিষয় পরিচালক জিমা ভ্যান হালদারেনসহ থাই সরকারের কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদসহ স্থানীয় প্রবাসীরা অংশ নেন।