ব্রিট বাংলা ডেস্ক : করোনাভাইরাস কি, কীভাবে ছড়ালো, করোনা ভাইরাস কি জীবানু অস্ত্র, করোনা কিভাবে প্রতিরোধ করা যাবে এসব প্রশ্নের উত্তর নিয়ে বাংলা ভাষায় ২৩ মিনিটের একটা ডকুমেন্টারি ভিডিও প্রকাশ করা হয়েছে। ডকুমেন্টারিটি শিরোনাম দেওয়া হয়েছে ‘করোনায় করণীয়।’ একই সাথে ফেইসবুক ও ইউটিউবে ডকুমেন্টারিটি প্রকাশ করা হয় ২৯ মার্চ বাংলাদেশ সময় সকাল ১০ টায়। অ্যামেচার ধরণের এই ডকুমেন্টারি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব সোহেল রানার নেতৃত্বে একটি দল।
এ বিষয়ে জানতে চাইলে সোহেল রানা বলেন, ‘ভিডিওচিত্রটি মানুষকে সচেতন করার জন্য তৈরি। এই মূহূর্তে গুজব ও ভুল তথ্যে ভরে গেছে সামাজিক কমিউনিটি। জাতির এই দুর্যোগে জাতির সামনে তথ্য থাকা দরকার। না হলে গুজব ও অপপ্রচারের কারণে আমাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে।’
ভিডিওটিতে করোনা নিয়ে বিস্তারিত তথ্য সম্বলিত করা হয়েছে। এই ভিডিওটি করোনাকে প্রতিরোধ করতে মানুষকে সাহায্য করবে।