বাংলাদেশ পাকিস্তানে এলে বিপদ ভারতের: রশিদ খান

ব্রিট বাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে দুই বোর্ডের দেন-দরবার চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে শুধু টি-২০ খেলতে পাকিস্তান যাবে ক্রিকেটাররা। অন্যদিকে পিসিবি বলছে তাদের দেশে পূর্ণাঙ্গ সিরিজই খেলতে হবে।

দুই বোর্ডের মধ্যে পাল্টা কথা ছোড়াছুড়িও চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বলছেন, ঘরের মাঠের কোন সিরিজই নিরপেক্ষ ভেন্যুতে খেলবে না পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরাপত্তা নয় খেলার পরিবেশটা আসল। পাকিস্তানে টি-২০ দল পাঠানোও নিশ্চিত নয়।

এরই মধ্যে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ খান করলেন নতুন এক মন্তব্য। তার মতে, বাংলাদেশ যদি পাকিস্তান সফরে আসে তাহলে বিপদ অপেক্ষা করছে ভারতের সামনে। কিছুটা ভারতের চাপে এবং নিজেরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট হারানোর ভয়ে পাকিস্তানে আসতে চায় না বাংলাদেশ।

রশিদ খান বলেন, ‘বাংলাদেশ টেস্ট খেলতে পাকিস্তানে আসলে বিপদে পড়বে ভারত। কারণ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে জয়ের বড় সুযোগ আছে পাকিস্তানের। আর এই জয় টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এবং পাকিস্তানের পয়েন্টের দূরত্ব কমিয়ে আনবে। আমি মনে করি, এখানে আইসিসির হস্তক্ষেপ করা উচিত এবং অবশ্যই সিরিজটা হওয়া উচিত।’

পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক মন্তব্য করেন, আমি সত্যিই বুঝতে পারছি না, কেন পাকিস্তানে আসতে দ্বিধা করছে বাংলাদেশ। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা গুরুতত্বপূর্ণ পয়েন্ট হারাবে। আমি আশা করছি তারা পাকিস্তান সফরে আসবে। কারণ বিভিন্ন দল এরই মধ্যে পাকিস্তান সফরে আসা শুরু করেছে। এমসিসি এখানে দল পাঠাচ্ছে। তাদেরও না আসার কারণ নেই।’

Advertisement