বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) এর বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়ন শাখার কমিটি সম্পন্ন হয়েছে।
শনিবার (২১শে নভেম্বর ২০২০ খ্রিঃ) স্থানীয় শেওলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা শাখার নেতৃবৃন্দদের নিয়ে এই কমিটি গঠন করা হয়।
মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে ও মোঃ জাকারিয়া আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মোঃ খায়রুল আলম (বালিঙগা-২ সপ্রাবি), সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া আলম (শালেশ্বর সপ্রাবি), সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন (দিগলবাক সপ্রাবি) কে মনোনীত করা হয়।
আলোচনায় উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন,জেলা কমিটির সহ সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক, সহ-সভাপতি চিত্ত রঞ্জন পাল,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী,চারখাই ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ,দুবাগ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ফয়ছল আহমদ,শেওলা সপ্রাবির সহঃ শিক্ষক জামাল হোসেন, পৌর কমিটির সভাপতি মোঃ তাহির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন ও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।