বাংলাদেশ সেন্টারের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেন্টার লন্ডনম্যানেজমেন্ট কমিটি উপদেষ্টাপরিষদের এক সভা ১০ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় পূর্বলন্ডনের স্টিফোরড সেন্টারেঅনুষ্ঠিত হয়।সেন্টারেরম্যানেজমেন্ট কমিটির সিনিয়রভাইসচেয়ারম্যান মুহিবুররহমান মুহিব সভাপতিত্বেএবং সাধারণ সম্পাদকদেলোয়ার হোসেনপরিচালনায় অনুষ্ঠিত সভায়বক্তব্য রাখেন বাংলাদেশহাইকমিশন লন্ডনের ফার্স্টসেক্রেটারী এবং হেড অবচ্যান্সরী সুদিপ্তা আলম, সেন্টারের প্রধান উপদেষ্টা নবাবউদ্দিন, উপদেষ্টা পরিষদেরসদস্য এম মুনিম,খালেদচৌধুরী,ডা: হালিমা বেগমআলম,লোকমানহোসেন,নুরুল ইসলাম মাহবুব,মো: আফাজ উদ্দিন,আব্দুলবারি,: সানোয়ার চৌধুরী, ম্যানেজমেন্ট কমিটির ভাইসচেয়ারম্যান শাহনুরখান,আশরাফ উদ্দিন,মানিকমিয়া,ডা: আলাউদ্দিনআহমদ,মাহবুব আহমদরাজু,মামুন রশীদ,শিব্বিরআহমেদ,দিলওয়ারহোসেন,জাকির হোসেন,করিমমিয়া শামীম,ইনামুল হকচৌধুরী,জাহাঙ্গীর খান,আব্দুলআলীম রশীদ ফজলু,আলীআহমেদ বেবুল,শওকত মাহমুদটিপু, নিজাম উদ্দিন, মোহাম্মদশামীম আহমদ,মিসবাবুল বরলুকু,ফখরুল ইসলাম। সভায়উপস্হিত ছিলেন সেন্টারেরপ্রধান নির্বাহী এস এমমোস্তাফিজুর রহমান।

সভায় মহান শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসউপলক্ষ্যে আগামী ২০ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা  আটটায় পূর্ব লন্ডনের নিডাকমিউনিটি হলে সেন্টারেরউদ্যোগে আলোচনা সভাআয়োজন এবং রাত ১২০১মিনিটে লন্ডনের আলতাবআলী পার্কের কেন্দ্রীয় শহীদমিনারে পুস্পস্তবক অর্পণ করারসিন্ধান্ত নেয়া হয়। সকলঅনুষ্ঠানে সেন্টারের চেয়ারম্যান লন্ডনস্থ বাংলাদেশহাইকমিশনের হাইকমিশনারসাঈদা মুনা তাসনিম উপস্হিতথাকবেন।এছাড়া আগামী ৩১মার্চ সেন্টারের নব নির্বাচিতম্যানেজমেন্ট উপদেষ্টা  কমিটির অভিষেক, বাংলাদেশসেন্টারের সাথে সম্পৃক্ত মহানমুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যেরসংগঠক মুক্তিযোদ্ধাদেরসংবর্ধনা সম্মাননা প্রদান মহান স্বাধীনতা দিবস উদযাপনজাকজমকপূর্ণ ভাবে আয়োজনকরার জন্য সর্ব সম্মতিক্রমেসিন্ধান্ত নেয়া হয়।

সভায় সাধারণ সম্পাদকদেলোয়ার হোসেন জানান, বাংলাদেশ সেন্টার ভবনেরসংষ্কার কাজ সরেজমিনে দেখারজন্য ফেব্রুয়ারি  সেন্টারেরএকটি প্রতিনিধি দল ভবনপরিদর্শন করেন। সংস্কারকাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্টকর্মকর্তারা জানিয়েছেনইতিমধ্যে সেন্টারের প্রায় ৫০ভাগ কাজ সম্পন্ন হয়েছে এবংঅচিরেই বাকি কাজ সম্পন্ন করেসেন্টারটি ম্যানেজমেন্ট কমিটিরনিকট  হস্তান্তর করা হবে।সেন্টারের সাধারণ সম্পাদকআরো জানান, শীঘ্রই সেন্টারেরচেয়ারম্যান লন্ডনস্থবাংলাদেশ হাইকমিশনের নতুনহাইকমিশনার সাঈদা মুনাতাসনিমের নেতৃত্বে  ম্যানেজমেন্ট কমিটি উপদেষ্টাপরিষদের  সকল কর্মকর্তা সদস্যদের নিয়ে বাংলাদেশসেন্টার ভবনের সংষ্কার কাজসরেজমিনে পরিদর্শন করারব্যবস্হা গ্রহণ করা হচ্ছে।

Advertisement