ব্রিট বাংলা ডেস্ক :: ইরাকের রাজধানী বাগদাদে গ্রিন জোনের পাশে স্থানীয় সময় রোববার গভীর রাতে দুটি রকেট হামলা চালানো হয়েছে।
দেশটির সেনাবাহিনী সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাগদাদের জাদিভিরা এলাকায় ওই হামলা চালানো হয়েছে। খবর আরব নিউজের।
সেনাবাহিনী জানিয়েছে, ওই কাতিওয়াশা রকেট হামলায় কেউ হতাহত হয়নি। একটি রকেট এসে বেবিলন হোটেলের সামনে এড ডসে পড়ে। ইরাকের পর্যটকরা ছাড়াও হোটেলটিতে সরকারি গুরুত্বপূর্ণ সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
ইরাকের সেনাবাহিনীর দাবি, এটি সন্ত্রাসী গ্রুপগুলোর কাজ। বাগদাদের পশ্চিমাঞ্চল থেকে এসব হামলা চালানো হয় বলে ইরাকি কর্তৃপক্ষের দাবি।
Advertisement