ব্রিটবাংলা ডেস্ক : বাঙালী অধ্যুষিত ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে এক খুনের রেশ কাটতে কাটতে আরেক খুনের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে নেলসন স্ট্রীটে নিজের ঘরের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হিরন আলীর ঘরে শোকের মাতম এখনো কাটেনি। এরমধ্যই শনিবার সকালে ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত হোয়াইটচ্যাপলে ছুরিকাঘাতে ২০ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌঁনে ন’টার দিকে হোয়াইটচ্যাপল এলাকার ব্যাকল স্ট্রীটে তাকে ছুরিকাহত অবস্থায় উদ্ধারের পর ঘটনাস্থলে মৃত ঘোষণা করে পুলিশ। একি জায়গা থেকে আরো তিনজনকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার রাতে হিরন আলী নামে ৩০ বছর বয়সী এক বাঙালী নেলসন স্ট্রীটে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। বৃহস্পতিবার রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন। লন্ডনে চলতি বছর ১৪ থেকে ১৯ বছর বয়সী ২৩ জন কিশোর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। এর আগে ২০০৮ সালে এই সংখ্যা ২২ জনে।