ব্রিট বাংলা রিপোর্ট:বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সাধারণ সম্পাদক ও জিটিভি’র চিফ নিউজ এডিটর ইকবাল করিম নিশান এর সাথে যুক্তরাজ্যে কর্মরত ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিক বৃন্দের এক আড্ডা বুধবার পূর্ব লন্ডনের মক্কা গ্রীলে অনুষ্ঠিত হয় ।
সাংবাদিক নজরুল ইসলাম বাসনের সভাপতিত্বে এবং এসএটিভির বিশেষ প্রতিনিধি হেফাজুল করিম রকিব এবং চ্যানেল আই ইউরোপের চীফ নিউজ এডিটর সরোয়ার হোসেনের যৌথপরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব বাংলা নিউজ ২৪ এ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিটিভি’র চিফ নিউজ এডিটর ইকবাল করিম নিশান,প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের,বাংলা মিরর সম্পাদক আবদুল করিম গনি, দর্পন সম্পাদক রহমত আলী, চ্যানেল আই ইউরোপের সিইও কবি মিল্টন রহমান, এটিএনবাংলার সিনিয়র রিপোর্টার মোস্তাক বাবুল, ইউকেবিডি টাইমস প্রধান সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের কমিউনেশন সেক্রেটারি মোহাম্মদ আবদুল কাইয়ুম,ওয়ানবাংলানিউজ সম্পাদক কয়েছ আলী, ব্রিট বাংলা২৪ এর নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম লন্ডন শাখার সভাপতি বাতিরুল হক সরদার, সাংস্কৃতিক কর্মী স্মৃতি আজাদ, সাংবাদিক শেখ মুহিতুর রহমান বাবলু, বেতার বাংলার উপস্থাপক ড. আনিসুর রহমান আনিস, সাংবাদিক মনির উদ্দিন, চ্যানেল এস রিপোর্টার মোহাম্মদ কাউছার, সাংবাদিক সেলিনা আকতার জোসনা, এনটিভি ইউরোপ রিপোর্টার মোহাম্মদ মাসুদুজ্জামান সহআরো অনেকে ।
সভায় ইকবাল করিম নিশান বলেন,বাংলাদেশের প্রেক্ষাপটে মিডিয়া মুক্ত হলেও অনেক কিছু বলা যায়না কারন কর্পোরেট হাউস গুলোর নিকট মিডিয়া দায়বদ্ধ ৷ কারন তারাই অর্থের যোগান দাতা ৷
রোহিঙ্গা জনগোষ্টির আশ্রয় ও মানবিক সহযোগীতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক সিদ্ধান্ত ৷
কারন বিপন্ন মানুষদের ফিরিয়ে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাননি ৷
তিনি বলেন রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন জরুরী ৷ বিচারহীনতার সংস্কৃতিকে বাদ দিয়ে একুশ বছর ‘পর বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে ৷
সব কিছুতে প্রয়োজন রাজনীতিক সিদ্ধান্ত ৷
তৃতীয় বাংলা খ্যাত বৃটেনে বাংলা মিডিয়ার ব্যাপকতা দেখে সত্যিই আভিভূত।
ব্রিটেনে সাংবাদিকরা দেশ ও প্রবাসের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।
বৃটেনের এর মতো জায়গায় পত্রিকা ও বাংলা টিভি সত্যি অবাক করার মতো ঘটনা।
বৃটিশ বাংলাদেশীরা যেভাবে এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে মিডিয়া হাউজগুলো দারুনভাবে এগিয়ে যাচ্ছে।
ACB#17