খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বাজারে প্রতিনিয়তই চালের দাম কমছে।রবিবার (৩ অক্টোবর) দুপুরে বগুড়ার সান্তাহার সিএসডির উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।খাদ্যমন্ত্রী বলেন, এবার বোরোর ভালো ফলন হয়েছে। বিদেশ থেকে চাল আমদানির কারণে বাজারে প্রতিনিয়তই কমছে চালের দাম। এই অবস্থা স্থিতিশিল রাখতে সরকারের বিভিন্ন জনবান্ধব কর্মসূচি অব্যাহত রয়েছে।সাধন চন্দ্র মজুমদার বলেন, সারা দেশে খাদ্য মজুদের ধারণক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত সিএসডি ও সাইলো নির্মাণ করা হচ্ছে। এসব গুদামের কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নত করতে আধুনিকমানের আবাসন ব্যবস্থা ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারগুলোতে গেস্ট হাউজ এবং কনফারেন্স রুম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে কোনো খাদ্য সংকট নেই। দেশের সাধারণ মানুষের খাদ্য নিশ্চিত করতেসরকারিভাবে ১০ টাকা কেজি মূল্যে খোলা বাজারে চাল বিক্রি ব্যবস্থা চালু রয়েছে। টিআর ও কাবিখা কর্মসূচি যথযথভাবে চলমান রয়েছে।
বাজারে প্রতিনিয়তই কমছে চালের দাম: খাদ্যমন্ত্রী
Advertisement