বাফুফে ভবনে আগুন

ব্রিট বাংলা ডেস্ক : আজ বিকালে আগুন ধরে যায় বাফুফে ভবনের একটি কক্ষে। দ্বিতীয় তলার যে কক্ষে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বসেন ঠিক তার মাথার উপর তৃতীয় তলার কক্ষে আগুন ধরে যায়। জানা যায়, বিকাল পৌনে ৫টার দিকে ওই কক্ষ থেকে প্রচ- ধোঁয়া বের হতে থাকলে বাফুফে ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন তার কক্ষেই ছিলেন।

আগুন! আগুন!! আগুন!!! চারদিক থেকে এই আওয়াজ আসতে থাকলে বাফুফে ভবনের মধ্যে অবস্থানরত সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির এক সদস্য এবং অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সভাপতি কাজী সালাউদ্দিনসহ সবাই দ্রুত নিচে নেমে ভবনের সামনে মাঠে নিরাপদ স্থানে অবস্থান করেন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, তৃতীয় তলার ওই কক্ষটিতে রেফারিরা বসেন। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেন, ‘শর্টসার্কিটে এসিতে আগুন ধরে গিয়েছিল। আমরা সভাপতিকে নিয়ে দ্রুত নিচে নেমে যাই এবং বিদ্যুতের সব লাইন বন্ধ করে দেই।

ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। পরে বিদ্যুতের লোকজন এসে চেক করে সব ঠিক করে দেন।’

Advertisement