বাবার সঙ্গে বাড়ি ফেরা হলো না সাকির

ব্রিট বাংলা ডেস্ক :: কক্সবাজারে উখিয়া উপজেলায় বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম হুমাইরা নুর সাকি। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার রাত সোয়া ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে উপজেলার পালংখালী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রী হুমাইরা নুর সাকি কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ (ব্যবসায় শিক্ষা) বর্ষের ছাত্রী। তিনি কক্সবাজার সরকারি কলেজ হোস্টেলে থাকতেন। তার বাড়ি টেকনাফ উপজেলায়।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল মনসুর জানান, রাতে অটোরিকশায় বাবার সঙ্গে গ্রামের বাড়ি টেকনাফ যাচ্ছিলেন হুমাইরা নুর সাকি। উপজেলার পালংখালী বাজারের পাশে একটি কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই কলেজছাত্রী ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আহত হয়েছেন তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement