বায়তুল আমান মসজিদের জন্য,চ্যানেল এস সব ধরনের সহযোগীতা করবে||মাহী জলিল

বায়তুল আমান মস্ক ও কালচ্যারাল সেন্টারের ডিনার ও কমিউনিটি সভা অনুষ্ঠিত ৷

ব্রিটবাংলা রিপোর্ট:পূর্ব লন্ডনের বায়তুল আমান মস্ক ও কালচ্যারাল সেন্টারের ডিনার ও কমিউনিটি সভায় চ্যানেল এসের ফাউন্ডার চেয়ারম্যান মাহী ফেরদৌস জলিল বলেছেন “আমাদের কমিউনিটির ত্যাগ ও শ্রমের বিনিময়ে আজকের সকল অর্জন ৷ তিনি বলেন,মসজিদ নির্মাণ করে দায়িত্ব শেষ হয়ে যায়নি ৷ মসজিদ পরিচালনা এবং নির্মাণ ব্যয় ও কৰ্জ পরিশোধের জন্য সম্মেলিত প্রচেষ্টা ও এর নিরাপত্তার জন্য উদ্যোগ প্রয়োজন ৷ মাহী বলেন,চ্যানেল এস সহযোগীতা অব্যাহত রাখবে ৷

২৮ এপ্রিল রবিবার, বেথনালগ্ৰীনে সম্প্রতি নিজস্ব জায়গায় নির্মিত আধুনিক মসজিদের আগামী রামাদানে ফান্ড সংগ্রহের প্ৰাথমিক প্রস্তুতি গ্রহনের বিষয় পরামর্শ গ্রহন করা হয়৷

মসজিদ কামিটির চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি শাহ্ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র,কাউন্সিলার সিরাজুল ইসলাম,

কাউন্সিলার আহবাব হোসেন,কাউন্সিলার আবদাল উল্যা

ব্রিট বাংলা অনলাইন নিউজের নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু, ইকরা ইন্টারন্যাশনাল চ্যারেটির, সিইউ জিয়া আহমদ ৷ বক্তব্য রাখেন,ট্রেজারার আব্দুল লতিফ নিজাম, সাবেক চেয়ারম্যান হাজী শামসুল হক, সাবেক চেয়ারম্যান সোবহান আলী সাংবাদিক সেয়দ জহুরুল হক,মঞ্জুর আলী ,জাবেদ আহমদ প্রমুখ৷

সভার শুরুতে কোরআন তেলোয়াত করা হয়৷ অনুষ্টানে জানানো হয়,আগামী ১৩ই মে সোমবার চ্যানেল এস স্কাই (৭৩৪)এক লাইভ ফান্ড রেইজিং করা হবে ৷

উক্ত ফান্ড রেইজিং অনুষ্টান ইকরা ইন্টারন্যাশনাল ও চ্যানেল এসের সহযোগীতায় করা হবে ৷

এতে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব, মৌলানা আব্দুল মালিক ৷

Advertisement