বাকিংহ্যাম পেলেসের সামনে পুলিশ অফিসার আহত : Police injured outside Buckingham Palace

ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনে বাকিংহ্যাম পেলেসের সামনে ছুরিবহনকারী এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে দু’ পুলিশ অফিসার আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে না নিয়ে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ছুরিহাতে এক ব্যক্তি পুলিশ অফিসারকে আক্রমণ করে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ অফিসারকে শাররীরকভাবে আঘাত করার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে বাকিংহ্যাম পেলেসের সামন থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তি কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বাকিংহ্যাম পেলেসের সামনে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

 

Police injured outside Buckingham Palace

Two police officers have been injured while arresting a man armed with a knife outside Buckingham Palace.

The officers were treated at the scene for minor arm injuries and were not taken to hospital, the Metropolitan Police said.

The force said the man, who was stopped outside the royal grounds, has been arrested on suspicion of grievous bodily harm and assault.

It is too early to know whether it was terror related, police said.

The area was sealed off by police, who remain at the scene and inquiries are ongoing.

Advertisement