বার্মিংহামে ডিজিকম কার্গোর অফিস উদ্বোধন

বার্মিংহামের বাঙালী কমিউনিটির নানা শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যাক ব্যবসায়ীদের উপস্থিতিতে গত ২১ ডিসেম্বর বার্মিংহামের বাঙালী অধ্যুষিত আষ্টনের ২৯৩ উইটন রোডে ডিজিকম কার্গোর নতুন অফিস উদ্বোধন উদ্বোধন করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশীদের কার্গো সেবা প্রদানের প্রতিষ্টান ডিজিকম কার্গো দীর্ঘদিন ধরে আস্থা ও বিশ্বস্থতার সাথে সেবা প্রদান করে আসলেও লন্ডনের বাইরে এই প্রথম তাদের কোনো অফিস উদ্বোধন করা হলো। ডিজিকম কার্গোর ব্যবস্থাপনা পরিচালক এম এ লাকি ও লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আ স ম মাসুম বার্মিংহাম বাঙালী কমিউনিটির নানাজনকে সাথে নিয়ে ফিতা কেটে আনুষ্টানিকভাবে ডিজিকম কার্গোর বার্মিংহাম অফিসের উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে এক সুধী সমাবেশ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

ডিজিকম কার্গোর বার্মিংহামের প্রধান রিয়াদ আহাদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অন্যতম পরিচালক আব্দুল এম চৌধুরী সুমন আর আগত সকলকে ডিজিকম কার্গোর সেবা সম্পর্কে অবহিত করেন আরেক পরিচালক মুহিবুল হাসান (শরীফ)। এসময় জানানো হয়,বার্মিংহামের প্রবাসী বাংলাদেশীদের কার্গো সেবা প্রদানের লক্ষ্যে অতি দ্রুত সময়ে নির্ধারিত গন্তব্যে সুলভ মুল্যে কার্গো প্রেরণে অত্যন্ত আস্থা ও সততার সাথে কাজ করার প্রত্যয়ে বার্মিংহামে ডিজিকম কার্গোর অফিস স্থাপন করা হয়েছে এবং সপ্তাহের সাতদিন খোলা রেখে এই অফিস থেকে মিডল্যান্ডসসহ পার্শ্ববতী বিভিন্ন শহরে থাকা বাঙালীদের শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে কার্গো সেবা প্রদান করা হবে। বার্মিংহামের বিভিন্ন স্থানে ইতিমধ্যে এজেন্ট নেওয়া হয়েছে উল্লেখ করে বলা হয়,শীঘ্রই আরো এজেন্ট নিয়োগ করা হবে এবং যে কোনো এজেন্টে কিংবা অফিসে এনে কার্গো প্রেরন করার পাশাপাশি শুধুমাত্র একটি ফোন করলেই যে কোনো স্থান থেকে বার্মিংহাম ডিজিকম কার্গোর অফিসের মাধ্যমে কার্গো সংগ্রহ করা হবে। এসময় ডিজিকম বার্মিংহাম অফিসের কর্মকর্তা হিসেবে কার্গো সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া কবি আমিনা বেগমকে দায়িত্ব প্রদান করা হয়েছে বলেও জানানো হয়। সুধী সমাবেশ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহামের বাঙালী কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই,গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব খসরু খান,বার্মিংহাম আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ ফয়ছল,কেন্দ্রীয় জাতিয় পার্টির নির্বাহী সদস্য জাকিল হোসেন,বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেক্রেটারী আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোস্তফা চৌধুরী যুবরাজ,বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ,মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডসের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু,লতিফিয়া ফুলতলী কমপ্লেক্্েরর চেয়ারম্যান প্রিন্সিপাল মৌলানা কাদির আল হাসান,সিরাজুম মুনীরা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের খতিব হাফিজ মৌলানা শাব্বির আহমেদ,বাংলা কাগজের সাব এডিটর কলামিস্ট শেবুল চৌধুরী,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও টিভি ওয়ানের মিডল্যান্ডস প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,সিলেট স্পোটিং ক্লাবের সভাপতি আলহাজ্ব মাসুক মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুর রব,বাংলাদেশ কাউন্সিলের সভাপতি ফজলু চৌধুরী,গোলাপগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান,হলি মক্কা ট্যুরস ও ইউরো বাংলা মানি একচেঞ্জের পরিচালক আলহাজ্ব শামসু মিয়া,ইকে ট্রাভেলস এর স্বত্বাধিকারী আলহাজ্ব এনামুর রহমান,ডাচ বাংলা মানি একচেঞ্জের পরিচালক মোজাক্কির আহমেদ,রুপালী মানি একচেঞ্জের পরিচালক আব্দুল জলিল ও নিজাম আহমেদ,রুপসী বাংলা মানি একচেঞ্জের পরিচালক লিটু আহমেদ,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপি নেতা আব্দুল কাইয়ুম,ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের সভাপতি মাহমুদ আলী,বার্মিংহাম সিটি যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস যুবদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ সৈয়দ রহমান,যুবদল নেতা শামিম খান,এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম,চ্যানেল এসের আহমেদ সুহেল,বাংলা কাগজের উপদেষ্টা আহমেদ কাবির ও জাহেদ উদ্দিন সাজু,সেলস এসিসটেন্ট জুনেদ আহমেদ ও মিজান রেজা চৌধুরী,ইতালীয়ান বাংলাদেশী মোহাম্মদ আজাদ হোসেইন প্রমূখ।

সবশেষে ডিজিকম কার্গোর বার্মিংহামে অফিস উদ্বোধন উপলক্ষ্যে এক বিশেষ দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।

Advertisement