বার্মিংহাম আল ইসলাহর উদ্যোগে প্রতিবাদ সভা নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন অবিলম্বে বাতিল করার দাবি

আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে আস্টনের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে শাখার দ্বি-মাসিক সভা ও ভারতে মুসলমানদেরওপর অন্যায় অত্যাচার ও মসজিদ ভংচুরের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী এবং সভা পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মুনিম। শাখার নির্বাহী সদস্য হাফিজ আবুল কালামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার ক্যাশিয়ার হাজী সাহাব উদ্দিন, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মাওলানা এহসানুল হক, এডুকেশন এন্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ, নির্বাহী সদস্য মাওলানা বুরহান উদ্দিন আহমদ, হাজী তেরা মিয়া ও হাজী সানুর মিয়া।
ভারতে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন এবং মসজিদ ভাংচুরের ঘটনায় সভায় বক্তারা বলেন, ভারতের হিন্দুত্ববাদীরা যা করছে তা অত্যন্ত ঘৃণিত কাজ। তাঁরা বলেন, হিন্দু, মুসলিম কিংবা অন্য যে কোন ধর্মের পরিচয়ের আগে আমাদের পরিচয় হল আমরা মানুষ। আর, সকল ধর্মের মূল ধর্ম হল মানব ধর্ম।

মানবতার সেবাই সকল ধর্মের মূল কথা। তাঁরা আরো বলেন, পৃথিবীর কোন ধর্মই মানুষ হত্যা কিংবা মসজিদ, মন্দির বা যে কোন উপাসনালয় পুড়িয়ে দেয়া কিংবা ভেঙ্গে ফেলাকে সমর্থন করে না।
বক্তারা বলেন, ধর্মের নামে যারা মানুষ হত্যায় লিপ্ত তারা আসলে কোন ধর্মের অনুসারী নয়।

এদের পরিচয় এরা সন্ত্রাসী এবং নৃশংস খুনি

বক্তারা বলেন, বর্তমানে ভারতের মোদী সরকার ও সেই সরকাররে অনুসারীরা পৃথিবীর নিকৃষ্ট জীব হিসেবে আত্মপ্রকাশ করেছে।

এদের হাতে মুসলমানরা নিপীড়িত হচ্ছেন, এরা মসজিদ ভাংচুর করছে, এমন কি নির্মম ও নৃশংস ভাবে মুসলমানদের হত্যা করছে।

বক্তারা এই নৃশংস হত্যাকা- ও মসজিদ ভাংচুরের মত জঘন্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ভারতীয় হিন্দুত্ববাদীদের আহ্বান জানান।

তাঁরা মুজিব বর্ষ পালনের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিল করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

তাঁরা নরেন্দ্র মোদীকে আধুনিক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও জালিম সরকার-প্রধান হিসেবে আাখ্যায়িত করে মোদীর সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
পরিশেষে বিশেষ মুনাজাতে বিশ্বমানবতার মুক্তি ও কল্যাণ কামনা করে সভার কাজ সমাপ্ত হয়।

Advertisement