ব্রিটবাংলা ডেস্ক : বার্মিংহ্যামে বুধবার দিবাগত রাতে ধারাবাহিক হামলা চালিয়ে চারটি মসজিদে ভাংচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। হামলাকারীরা মসজিদের জানালা ভাঙচুর করেছে।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, রাত ২টা ৩২ মিনিটে প্রথম হামলার খবর আসে প্যারি বারের বির্চফিল্ড রোডের একটি মসজিদ থেকে। সেখানে এক অজ্ঞাত ব্যক্তি মসজিদের জানালা ভাংচুর করেছে বলে পুলিশে রিপোর্ট করা হয়। এরপর রাত ৩টা ১৪ মিনিটে আরডেনিংটনের স্ল্যাড রোডে অন্য একটি মসজিদে দ্বিতীয় হামলা হয়। একই ধরনের হামলা হয়েছে আস্টনের উইটন রোড এবং প্যারি বারের ব্রডওয়ে রোডের মসজিদে।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ এবং কাউন্টার ট্যারোরিজম পুলিশ যৌথভাবে এই চার ঘটনার তদন্ত করছে। পুলিশের ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে সমস্ত আলামত সংগ্রহ করেছে।
Advertisement