বার্মিংহ্যামে মসজিদে হামলার দায়ে শিয়া মুসলিমের দন্ড

ব্রিটবাংলা ডেস্ক : বার্মিংহ্যামে এক সাথে ৫টি মসজিদে ভাঙচুরের অভিযোগে ইরানি বংশোদভূত এক শিয়া মুসলিমকে ৩ বছর ৯ মাসের জেল দন্ড দিয়েছে বার্মিংহ্যাম ক্রাউন কোর্ট।

আদালত জানিয়েছে, দন্ডিত ব্যক্তির নাম আরমান রাজেজেদাহ। তার বয়স ৩৪ বছর। তিনি শিয়া মুসলিম।চলতি বছরের ২১ মার্চ বার্মিংহ্যামের পেরিবারের ফাইজুল ইসলাম মসজিদ এন্ড মাদ্রাসা, আস্টনের উইটন ইসলামিক সেন্টার, আল হাবিব ট্রাস্ট এবং জামিয়া মসজিদ গাউসিয়া ও আর্ডিংটন এলাকার জামে মসজিদ ক্বিবলা হযরত সাহিব গোলহার শারিফের জানালা হাতুরি দিয়ে ভাংচুর করেন তিনি। এই প্রতিষ্ঠানগুলে সুন্নি মুসলিমরা পরিচালনা করতেন। এতে মসজিদগুলোর প্রায় ১১ হাজার পাউন্ডের বেশি ক্ষতি হয়।

আরমান রাজেজেদাহ বার্মিংহ্যামের হ্যান্ডসওয়ার্থ এলাকার গ্রীনহীলের বাসিন্দা। হামলার পরপর পুলিশের কাছে আত্মসমর্পন করেন তিনি। স্বীকার করেন সুন্নিদের এসব মসজিদে ভুলভাবে ধর্মীয় শিক্ষা দোয়া হয় বলে ধারনা থেকে হামলা চালান তিনি।

আদালত জানিয়েছে, হামলার দিন সন্ধ্যায় ইরানের নববর্ষ বরন উপলক্ষে মদপান করেছিলেন আরমান। এছাড়া তার গাজা সেবন এবং মানসিকভাবে অসুস্থতার রেকর্ড রয়েছে বলে আদালতের শুনানিতে বলা হয়েছে।

Advertisement