ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডের বার্মিংহ্যাম সিটি সেন্টারে রোববার রাতে সাধারণ পথচারীদের উপর ছুরি দিয়ে এলোপাতারি হামলাকারীকে আটক করেছে পুলিশ। ২৭ বছর বয়সী হামলাকারীকে সোমবার ভোর ৪টার দিকে বার্মিংহ্যামের সলিওক এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। একটি হত্যা এবং সাতটি হত্যা চেস্টার অভিযোগের সাথে সংশ্লি সন্দেহে তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে সিটি সেন্টারের পাশে কনস্টিটিউশন স্ট্রীটে হামলাকারী এক পথচারিকে প্রথম ছুরি দিয়ে হামলা করে। এরপর দক্ষিন পাশে গিয়ে একই ব্যক্তি অন্যান্য পথচারীদের উপর এলোপাতারি হামলা চালায়। রাত ২টা ২০ মিনিট পর্যন্ত অন্তত ৮ জনকে ছুরিকাহত করে সে। এর মধ্যে একজন মারা গেছেন। বাকী ৭ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ আরো জানিয়েছে, কনস্টিটিউশন স্ট্রীটে প্রথম হামলার পর রাত ২টা ২০ মিনিটের ভেতরে হামলাকারী লিভ্যারি স্ট্রীট, ইভরি স্ট্রীট এবং হার্সট স্ট্রীটের গ্যা ভিলেজ পর্যন্ত গিয়ে এলোপাতারি হামলা চালায়।
এই হামলাকে আপতত সন্ত্রাসী, বর্ণবাদী বা জনবিরোধী কোন হামলা হিসেবে বিবেচনা করছে না পুলিশ। ঘটনাকে স্বাভাবিক হত্যাকাণ্ড বিবেচনা করে হামলাকারীকে ধরার জন্যে অভিযান চালায় পুলিশ। একই সঙ্গে প্রত্যক্ষদর্শী কেউ মোবাইলে হামলার ভিডিও ধারণ করে থাকলে তাও পুলিশকে সরবরাহ করার আহ্বান জানায় ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। সিটি সেন্টার এলাকার সবাইকে সতর্কভাবে চলাফেরা করারও আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।