বায়ো-বাবল ভাঙা ইংলিশ আম্পায়ারকে আর দেখা যাবে না বিশ্বকাপে

সবকিছু ঠিকঠাক থাকলে আজ আবুধাবিতে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল ইংলিশ আম্পায়ার মাইকেল গফের। বায়ো-বাবল ভাঙায় তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হইয়েছে গতকাল। তবে শাস্তি কাটিয়েও গফের আর মাঠে ফেরা হচ্ছে না!গতকাল আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে আর আম্পায়ারিং করতে দেখা যাবে না গফকে। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, গত দুই বছর একটানা বলয়ে থাকায় সুস্বাস্থ্যের প্রতি মন দিতেই বায়ো-বাবল থেকে মুক্তি দেয়া হচ্ছে তাকে।ক্রিকেটের অভিভাবক বিবৃতিতে লিখেছে, গত দুই বছর তিনি (গফ) বায়ো-বাবলে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন। তাই তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। বাকি আম্পায়ারদের সুস্বাস্থ্য কামনা করছি।

বিশ্বকাপপর্ব শেষ হওয়ার আগে গফ নিষেধাজ্ঞায় পড়েন গেল মাসের ২৮ অক্টোবর। সেদিন কারও অনুমতি ছাড়াই বায়ো-বাবল ভেঙে হোটেল বাইরে কিছু ব্যক্তিদের সংস্পর্শে আসেন গফ। বিষয়টি নজরে আসতে আইসিসি ৬ দিনের জন্য তাকে আইসোলেশনে পাঠায়। শাস্তিস্বরূপ ৬ দিনের সেই আইসোলেশন প্রক্রিয়া শেষ হয় ৩ নভেম্বর।আইসিসির শাস্তি পাওয়ার আগে চলতি বিশ্বকাপে দুটি প্রস্তুতি ম্যাচসহ মোট ১২ ম্যাচে আম্পায়ারিং করেছিলেন গফ। ওয়ার্ম-আপ ম্যাচ বাদে বাকি ১০ ম্যাচের দুটি ছিল প্রথম পর্বের। বাকি আটটি সুপার টুয়েলভের। যেখানে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা (২৩ অক্টোবর), বাংলাদেশ-শ্রীলঙ্কা (২৪ অক্টোবর), আফগানিস্তান-স্কটল্যান্ড (২৫ অক্টোবর) পাকিস্তান-নিউজিল্যান্ড (২৬ অক্টোবর) এই চার ম্যাচও ছিল।

Advertisement