ব্রিট বাংলা ডেস্ক :: ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনে কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করার পর তিনি এ কথা বলেন।
হাবিব হাসান বলেন, আমার জানা মতে নির্বাচনে ঢাকা-১৮ আসনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী বলেন, এ ধরনের অভিযোগ তারা প্রায়ই করে থাকে। এগুলো মিথ্যা ও বানোয়াট অভিযোগ।
ভোটার সংখ্যা নিয়ে তিনি বলেন, আমি কয়েকটি ভোটকেন্দ্রে গিয়েছি। সকাল হওয়ার কারণে ভোটার সংখ্যা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছি। আমি আশা করি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসবে।
আওয়ামী লীগের এই প্রার্থী আরো বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, সকাল থেকেই প্রত্যেকটি ভোটকেন্দ্রে ব্যাপক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটি বুথে আমাদের পোলিং এজেন্টরা দায়িত্ব পালন করছেন।
গত কয়েক দিন ধরে আমাদের নেতৃবৃন্দ সাধারণ জনগণের মাঝে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।
ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আমি নিজেও কিছুক্ষণ আগে ভোট প্রদান করেছি।
আমি আশা করছি, নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব। ঢাকা-১৮ আসনের বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখতে পেয়েছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি আরও বাড়বে।