বিএনপির কাউন্সিলর প্রার্থী নাদিম চৌধুরীর আগাম জামিন

ব্রিট বাংলা্ ডেস্ক :: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) বিএনপির ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, সাবেক ছাত্রদল নেতা নাদিম চৌধুরীসহ ৩ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি রইস উদ্দিন ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে এই আদেশ দেন।

আদালতে নাদিম চৌধুরীর পক্ষে শুনানি করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, আগামী ৮ সপ্তাহের জন্য তাদেরকে হাইকোর্ট জামিন দিয়েছেন। এই সময়ের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

২০১৮ সালের ১২ই ডিসেম্বর রমনা থানায় ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়েছিলো। ওই মামলায় জামিন চেয়ে করা আবেদন শুনানি নিয়ে আজ হাইকোর্ট এ আদেশ দিলেন।

Advertisement