ব্রিট বাংলা ডেস্ক :: নেহা শর্মা। ২০১০-এ ইমরান হাশমীর বিপরীতে ‘ক্রোক’ সিনেমার মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর বেশ কিছু ছবিতেই কাজ করেছেন। এদিকে কিভাবে নেটিজেনদের মনে উত্তাপ ছড়াতে হয় তা বেশ ভালোই জানেন এই নায়িকা। প্রায়ই নিজের নানান উষ্ণ ছবিতে মাতিয়ে তোলেন ভক্তদের। সম্প্রতি তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিচে সূর্যের আলোয় নিজেকে তাতাচ্ছেন নায়িকা। জানা যাচ্ছে, হাওয়ালি বিচের মাকেনা বিচে সময় কাটাচ্ছিলেন নায়কা। বিকিনি পড়া সে ছবিটি সেই বিচেরই।
বলিউডে প্রবেশের আগে নিজের মডেলিং ক্যারিয়ারে যথেষ্ট সফল ছিলেন এই নায়িকা। দিল্লির এনআইএফটি থেকে ফ্যাশন ডিজাইনিং-এর জন্যও সচেষ্ট হয়েছিলেন নেহা। তার শখের মধ্যে রয়েছে, গান শোনা, রান্না করা এছাড়া তিনি নাচতেও খুব ভালোবাসেন। এমনকি অনেকেই জানেন না, কত্থক নৃত্যের জন্য তিনি আলাদা করে তালিমও নিয়েছিলেন। পাশাপাশি তিনি লন্ডনের পাইনাপেল ডান্স স্টুডিও থেকে সালসা, হিপ-হপ নাচও শেখেন। যা তার ক্যারিয়ারে অভিনয় জগতে বেশ সাহায্য করেছে। অভিনয়ের পাশাপাশি নিজের শরীর নিয়েও অত্যন্ত সচেতন নেহা। নিজেকে ফিট রাখার জন্য নানান কাজ করেন তিনি। শরীর যাতে ফিট থাকে, সেজন্য তিনি ব্যালেন্স মত পরিমাপের খাবার পছন্দ করেন।