ব্রিট বাংলা ডেস্ক :: মেদহীন শরীরে জমকালো বেলি ডান্স। কদিন আগেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজের এই বেলি ডান্স ভাইরাল হয়েছিল মুহূর্তেই। এবার সাদা বিকিনিতে উষ্ণতা ছড়ালেন তিনি। সম্প্রতি বিকিনি পরিহিত ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন তিনি। সুইমিংপুলে সাদা বিকিনির ছবি পোস্ট হতেই প্রশংসায় ভাসতে থাকেন তিনি। অল্প সময়েই ৭ লাখ লাইক পার করে গেছে অভিনেত্রীর এই হট ছবি। সাদা বিকিনির ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, ‘বিকিনির প্রশংসায় পোস্ট’। অভিনেত্রীর প্রশংসায় কমেন্টও তেমনই আসতে থাকে।
সাদা বিকিনিতে ইলিয়ানা যে আকর্ষণীয় লাগছেন, তা তার ছবিতে কমপক্ষে ৭ হাজার কমেন্ট দেখলেই বোঝা যাবে। কমেন্টে ভক্তকুলের পাশাপাশি তারকাদের কমেন্টও রয়েছে। প্রসঙ্গত, ছবিতে বাণিজ্যিক সাফল্য তেমন না এলেও শারীরিক সৌন্দর্যের জন্য বরাবরই প্রশংসিত ইলিয়ানা। সম্প্রতি ওই ছোট্ট বেলি ডান্সেও তার ফিগারের প্রশংসায় মুখর ছিলেন ভক্তরা। এদিকে বর্তমানে ইলিয়ানা ব্যস্ত রয়েছেন ‘পাগলপন্তী’ শীর্ষক একটি ছবির শুটিং নিয়ে। এটি পরিচালনা করছেন আনিজ বাজমি। চলতি বছরের নভেম্বরে এটি মুক্তি পাবে। এছাড়াও ‘দ্য বিগ বুল’ শীরোনামের একটি ক্রাইম-ড্রামানির্ভর ছবির কাজও রয়েছে তার হাতে।