বিক্ষোভ ছবির নায়িকা শ্রাবন্তী নয়, শুভশ্রী

ব্রিট বাংলা ডেস্ক :: শুরুতে বাংলাদেশের ‘বিক্ষোভ’ ছবির পরিচালক জানিয়েছিলেন, ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী হচ্ছেন এই ছবির নায়িকা।

তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। বিক্ষোভ ছবির নায়িকা শ্রাবন্তী নয় শুভশ্রী কর। পরিচালক শামীম আহমেদ জানান, শ্রাবন্তী একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন। আর নায়িকা হচ্ছেন কলকাতার মডেল ও অভিনয়শিল্পী শুভশ্রী কর।

তবে এর আগে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের ‘বিক্ষোভ’ ছবির একটি গানে বলিউডের আলোচিত তারকা সানি লিওনির নাচ আর ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী। এসব কারণে শুরু থেকে আলোচনায় আছে ছবিটি।

তিনি জানান, শ্রাবন্তী ও শুভশ্রী কর গত বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। শুক্রবার থেকে শুটিংয়ে অংশ নিচ্ছেন।

ছবির গল্পের বিষয়ে তিনি বলেন, ছবিতে শুভশ্রী কলেজছাত্রী। তিনি আর শান্ত একই ক্লাসে পড়েন। কলেজের শিক্ষক শ্রাবন্তী। নিরাপদ সড়কের জন্য ছাত্রদের আন্দোলন নিয়ে তৈরি হয়েছে ছবির গল্প।

শুভশ্রী কর বর্ধমানের মেয়ে। কলকাতায় মডেল হিসেবে তিনি বেশ পরিচিত।

এবারই প্রথম বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন শুভশ্রী। তবে মাস দুয়েক আগে বাংলাদেশে জুয়েল মোর্শেদের গানে ইমরানের বিপরীতে মডেল হয়েছেন তিনি।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছবিটির শুটিং হবে বাংলাদেশে। এরপর ভারতের হায়দরাবাদে ছবির বাকি কাজ হবে।

‘বিক্ষোভ’ ছবিতে আরও অভিনয় করছেন- বাংলাদেশের সাদেক বাচ্চু, ডন আর ভারতের রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ।

Advertisement