বিদেশে তারেক রহমানের ৭ মিলিয়ন পাউন্ডের সম্পদ নেই, নেই ফেইসবুক একাউন্ট : লন্ডনে আইজীবিদের দাবী

ব্রিটবাংলা রিপোর্ট : বিদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের প্রায় ৭শ মিলিয়ন পাউন্ডের সম্পদ আছে বলে দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছিল তা ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবী করেছেন লন্ডনে তারেক রহমানের আইনজীবি। বৃহস্পতিবার ইস্ট লন্ডনে এক সংবাদ সম্মেলনে ব্যারিষ্টার একে এম কামরুজ্জামান লিখিত বক্তব্যে জানান, বিদেশে তারেক রহমানের ৭ মিলিয়ন পাউন্ডের সম্পদ আছে বলে যে রিপোর্ট ছাপা হয়েছিল, তার সোর্স হিসেবে ব্রিটিশ কর আইনজীবি নাইজেল পপোলওয়েল এবং তার প্রতিষ্ঠান বার্জেস সলমনের নাম উল্লেখ করা হয়েছিল। সংবাদটি গত বছরের ডিসেম্বরে এবং চলতি বছরের ফেব্রুয়ারীতে ঢাকার অনলাইন বাংলা ইনসাইডার এবং কলকাতার লোক ইস্টে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে লোক ইস্টের বরাত দিয়ে আমাদের সময় অনলাইনেও সংবাদটি ছাপা হয়। তবে তারেক রহমানের আইনজীবিদের আপত্তির মুখে আমাদের সময় অনলাইন থেকে সংবাদটি প্রত্যাহারের পাশাপাশি দু:খ প্রকাশ করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অন্যদিকে লোক ইস্টও সংবাদটি প্রত্যাহার করেছে। তবে বাংলা ইনাসাইডারের সঙ্গে এখনো চিঠি চালাচালি হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবীরা ব্রিটিশ ল’ফার্ম বার্জেস সালমানের অন্যতম কর্ণধার ট্যাক্স ল’য়ার ‘নাইজেল পপোলওয়েল’ এর সঙ্গে তার বরাতে প্রকাশিত এই রিপোর্টগুলোর ব্যাপারেও যোগাযোগ করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রিটিশ আইনজীবি পপোলওয়েল স্পষ্ট জানিয়ে দেন, তারেক রহমান তাঁর ক্লায়েন্ট নন, তারেক রহমানকে তিনি চেনেন না। এ ধরণের বিষয়ে তিনি কিছুই জানেন না এমনকি এ ধরণের বিষয়ে তার সঙ্গে কেউ কখনো কথা বলেনি। কথিত অনলাইনে নিউজ পোর্টাল সম্পর্কেও তার কোনো ধারণা নেই বলে ব্রিটিশ আইনজীবি উল্লেখ করেন বলে জানান তারেক রহমানের আইনজীবিরা।
তারেক রহমানের আইনজীবি ব্যারিষ্টার একে এম কামরুজ্জামান আরো জানান, তারেক রহমানের ফেইসবুকের বরাত দিয়ে চলতি মাসে টাইমস অব ইন্ডিয়া একটি সংবাদ প্রকাশ করেছিল। পরবর্তীতে আপত্তির মুখে দু:খ প্রকাশ করে এই সংবাদটিও প্রত্যাহার করে টাইমস অব ইন্ডিয়া। তারেক রহমানের নিজস্ব কোনো ফেইসবুক একাউন্ট বা ফেইসবুক পেইজ নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ইস্ট লন্ডনের লন্ডোনিয়াম সলিসিটর্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান, সভাপতি আব্দুল মালিক, সেক্রেটারী এম এ কয়সর বক্তব্য রাখেন।

Advertisement