বিপর্যস্ত ইতালিকে বাঁচাতে পাশে চীন

ব্রিট বাংলা ডেস্ক :: ‍করোনা ভাইরাসের এপিসেন্টার এখন ইউরোপ। ইতালিতে মৃতের সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেছে। দেশটিতে মারা গেছেন মোট সাড়ে পাঁচ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় ৬০ হাজার। পুরো দেশ ‘লকডাউন’ করে দেয়া হয়েছে। তারপরও ঠেকানো যাচ্ছে না করোনার বিস্তার। এরইমধ্যে ইতালির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে।

গত ১৫ই মার্চ রাতে চীনা চিকিৎসকদের নয় সদস্যের প্রথম দল ইতালির রোমে পৌঁছায়।

সঙ্গে নিয়ে যায় কয়েক টন জরুরি চিকিৎসা সামগ্রী। এরপর ১৮ই মার্চ চীনের ১২ সদস্যের আরেকটি চিকিৎসক দল ১৭ টন জরুরি চিকিৎসা সামগ্রীসহ ইতালির আরেক শহর মিলানে পৌঁছায়। ইতালির আগে চীন ইরান ও ইরাকে চিকিৎসক দল এবং করোনা ভাইরাস মোকাবিলায় জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি । ইতালি ও চীনের পর ইরানে করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। জন হপকিন্সের তথ্যানুযায়ী ইরানে দুই হাজার জন মারা গেছেন।

এদিকে চীনের ‘জ্যাক মা ফাউন্ডেশন অ্যান্ড আলিবাবা ফাউন্ডেশন’ থেকে ইতালির রেড ক্রসকে মাস্ক, কিটস এবং ভাইরাস প্রতিরোধে নানা জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। গত সপ্তাহে সেগুলো রোমে পৌঁছায়।

Advertisement