বিপর্যয় শুরুর সপ্তাহে আমরা চলে এসেছি : স্বাস্থ্যমন্ত্রী

ব্রিট বাংলা ডেস্ক :: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে করোনা প্রসঙ্গে বলেছেন, আমরা সেই সপ্তাহে চলে এসেছি যখন ইউরোপ-আমেরিকায় বিপর্যয় শুরু হয়েছিল।

আজ রবিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভকগের(এম আইএস)পরিচালক ড. মো. হাবিবুর রহমান ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত ছিলেন।

বাংলাদেশে বর্তমানে চলমান করোনাভাইরাসের সপ্তম সপ্তাহের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সপ্তাহে ইউরোপ-আমেরিকায় বিপর্যয় শুরু হয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা বর্তমানে আক্রান্তের সপ্তম সপ্তাহে আছি। এ সপ্তাহে থেকে ইউরোপ ও আমেরিকায় লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছেন এবং হাজার হাজার লোক মারা গিয়েছেন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে। মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।

Advertisement