বিবিসির প্রতিপক্ষ হিসেবে আসছে জিবি নিউজ

ব্রিটবাংলা ডেস্ক : বিবিসির নতুন চ্যালেন্জ হিসেবে আত্মপ্রকাশ করছে ২৪ ঘন্টার সংবাদের নতুন টিভি চ্যানেল জিবি নিউজ। আগামী ৩১শে মে থেকে সপ্তাহে চারদিন ২৪ ঘন্টা ফ্রিভিউ চ্যানেল ২৩৬-এ লাইভ সম্প্রচারিত হবে নতুন চ্যানেলটি। পরবর্তীতে দর্শকের চাহিদার উপর ভিত্তি করে স্কাই, ভার্জিন মিডিয়াসহ অন্যান্য চ্যানেলে আসবে।

এর প্রধান হিসেবে রয়েছেন বিবিসি নিউজ নাইটখ্যাত বর্ষিয়ান সাংবাদিক এন্ড্রো নেইল। এতে পেছন থেকে সহযোগিতা দিচ্ছেন এক মার্কিন ডিসকাভারি ব্রডকাস্টার। নতুন চ্যানেলে এরিমধ্যে যোগ দিয়েছেন বিবিসির সিনিয়র প্রেজেন্টার সাংবাদিক সাইমন ম্যাকয়, আইটিভির সাবেক প্রেজেন্টার সাংবাদিক আলেস্টার স্টোয়ার্ট। এ ছাড়াও ডেইলি মেইল অনলাইন, টাইমস রেডিও এবং স্কাই নিউজের আরো কয়েকজন সাংবাদিক যোগ দিচ্ছেন বলেও ডৈইলি মেইলে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে।

Advertisement