ব্রিট বাংলা ডেস্ক :: সংবাদ সংস্থা বিবিসি’র (বৃটিশ ব্রডকাস্টিং করপোরেশন) বর্ষসেরা বৃটিশ ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন বেন স্টোকস। পাবলিক ভোটাভুটিতে ইংলিশ অলরাউন্ডার স্টোকস পেছনে ফেলেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন ও স্প্রিন্টার ডিনা অ্যাশার-স্মিথকে। ২০০৫ সালে অ্যান্ড্রু ফ্লিনটফের পর প্রথম বৃটিশ ক্রিকেটার হিসেবে এ পুরস্কার জিতলেন ২৮ বছর বয়সী স্টোকস। এ দুজনের আগে ক্রিকেটারদের মধ্যে জিম লেকার (১৯৫৬), ডেভিড স্টিল (১৯৭৫) ও স্যার ইয়ান বোথাম (১৯৮১) বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচিত হন। সংক্ষিপ্ত তালিকায় স্টোকস-হ্যামিল্টনদের সঙ্গে ছিলেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ফুটবলার রাহিম স্টারলিং, বিশ্ব হেপ্টাথলন চ্যাম্পিয়ন ক্যাটারিনা জনসন-থম্পসন এবং ওয়েলস রাগবি ইউনিয়ন লিজন্ড অ্যালান ওয়েন জোনসও।
নিউজিল্যান্ডে জন্ম নেয়া স্টোকস ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন। তার ব্যাটিং নৈপুণ্যে ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জেতেন স্টোকস।
টুর্নামেন্টে ৫ হাফসেঞ্চুরিতে ৬৬.৪২ গড়ে ৪৬৫ রান সংগ্রহ করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজের তৃতীয় টেস্টে ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে অভাবনীয় জয় এনে দেন স্টোকস। সিরিজে ২-২ সমতা নিয়ে শেষ করে স্বাগতিকরা। স্টোকস ৫৫.১২ গড়ে ৪৪১ রান সংগ্রহ করেন অ্যাশেজ সিরিজে।