বিবিসিসিআইয়ের বর্তমান কমিটির মেয়াদ শেষ : নির্বাচনের জন্যে দায়িত্ব পেয়েছে উপদেষ্টা পরিষদ

ব্রিটবাংলা রিপোর্ট : ব্রিটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০ শে এপ্রিল, শুক্রবার। ফলে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে চেম্বারের উপদেষ্টা পরিষদের কাছে। উপদেষ্টা পরিষদ নব্বই দিনের ভেতরে নির্বাচন সম্পন্নের চেষ্টা করবেন বলে জানিয়েছেন সিনিয়র উপদেষ্টা ও বিবিসিসিআইয়ের ডাইরেক্ট শাহগীরব বখত ফারুক। গত ১০ এপ্রিল চেম্বারের ডাইরেক্টর বোর্ডের এক মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী উপদেষ্টা পরিষদের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের নির্বাহী কমিটির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৬ সালের ২০ এপ্রিল।

প্রেসিডেন্ট এনাম আলী এমবিই’র নেতৃত্বে বর্তমান নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছিল। শুক্রবার, ২০শে এপ্রিল এই কমিটির মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হলেও কোর্টের একটি ঝামেলার কারণে নির্বাচন করা সম্ভব হবে না। আবার ক্ষমতায়ও আকড়ে ধরে রাখতে চাননা বর্তমান প্রেসিডেন্ট এনাম আলী এমবিই। তাই আগে গত ১০ এপ্রিল ডাইরেক্টর বোর্ডের মিটিং ডেকে চেম্বারের পরবর্তী নির্বাচনের দায়িত্ব সমঝে দেন তিনি। সিনিয়র উপদেষ্টা শাহগীর বখত ফারুক জানিয়েছেন, তিনি নিজেসহ ডক্টর ওয়ালি তছর উদ্দিন, এম,এম নুর এবং শফিকুল ইসলাম, এই চার উপদেষ্টা পরিষদকে আগামী ৯০ দিনের ভেতরে নির্বাচন করে নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়। একে নজিরবিহীন বলে মন্তব্য করেন সিনিয়ার উপদেষ্টা এবং ডাইরেক্টর শাহগীর বখত ফারুক। তিনি বলেন, চার উপদেষ্টা বসে আনুষ্ঠানিক সিদ্ধান্তগুলো নেবেন। তবে গত নির্বাচনকে কেন্দ্র করে একটি মামলা আছে কোর্টে। সেই মামলার নিস্পত্তির পর কোর্টের নির্দেশনা অনুযায়ীই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে কোর্টের মামলার নিস্পত্তির পর উপদেস্টা কমিটির মাধ্যমে নতুন এবং চৌকুস একটি কমিটি আসবে বলে মনে করছেন চেম্বারের তরুন ডাইরেক্টর বোর্ডের সদস্য এবং সদ্য বিদায়ী কমিটির নির্বাচিত ইন্টারন্যাশনাল ডাইরেক্টও আবুল হায়াত নুরুজ্জামান। দক্ষ এবং পরিশ্রমি নেতৃত্বকে সঙ্গে নিয়ে নতুন-পুরাতন মিলে কমিউনিটির পুরনো সংগঠন বিবিসিসিআই আরো বহুদূর যাবে বলে বিশ্বাস করেন তিনি।

 

Advertisement