বিমানবন্দর থেকে ফিরে এলেন ঈশিকা খান

ব্রিট বাংলা ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা বাতিল করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে এলেন মডেল-অভিনেত্রী ঈশিকা খান। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে থাকেন। আজ সকাল ১০টার ফ্লাইটে দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল তার। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে ট্যুরিস্ট ভিসা বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। ঈশিকা খান বলেন, আজ সকাল ১০টায় দুবাইয়ের ফ্লাইট ছিল। ওখান থেকে ৫ দিন পর ব্রিটেনে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দুবাই কর্তৃপক্ষ ট্যুরিস্ট ভিসা বাতিল করেছে। তারা কাউকে তাদের দেশে ঢুকতে দিচ্ছে না।

বাধ্য হয়ে এয়ারপোর্ট থেকে বাসায় ফিরে এলাম। উদ্বিগ্নতা প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, আমাদের দেশের অবস্থা দেখুন! আমরা কেন বুঝতে পারছি না? আমরা জানি এই দুঃসময় মোকাবেলার ক্ষমতা আমাদের কতটুকু ! তারপরও কেন আমরা বুঝতে পারছি না? আমরা সচেতন হই। আমার দেশের সকল মানুষ আমার কাছের। এইভাবে চলতে থাকলে আমাদেও দেশের অবস্থাও ইতালির চেয়েও কঠিন হবে। সবাইকে অনুরোধ জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘প্লিজ সবাই বাসায় থাকুন । খুব প্রয়োজন ছাড়া বের হবেন না। আমরা নিরাপদে থাকলে সবার জন্য ভালো। আল্লাহ আমাদের রক্ষা করুন।

Advertisement