ব্রিট বাংলা ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ফেরত যাত্রী মোহাম্মদ এনামুল হকের দেহ তল্লাশি করে ৮২টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন ৯ কেজি ৫৯ গ্রাম ওজন এবং বাজারমূল্য ৫ কোটি ৭৪ লাখ টাকা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
কভিড-১৯ মহামারি কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর পর এই প্রথম বড় ধরনের সোনা চোরাচালান ধরলো কাস্টমস দল।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন বলেন, আমাদের কাছে আগে থেকেই গোপন তথ্য ছিল। সে হিসেবে আমাদের প্রস্তুতি ছিল। অভিযুক্ত যাত্রী বিমানবন্দরে নামার পর পরই আমরা চ্যালেঞ্জ করি এবং তল্লাশি চালিয়ে ৮২টি অবৈধ সোনার বার উদ্ধার করি।
বিমানবন্দর কর্মরত চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. মুছা বলেন, এনামুল হক নেমে ইমিগ্রেশন অতিক্রম করার পরই আমরা তার দেহ তল্লাশি করি। তার শার্টের নিচে পেটের সঙ্গে বাঁধা স্বর্ণের বারগুলো পাওয়া যায়। কালো ট্যাপে বিশেষভাবে মোড়ানো চারটি প্যাকটে একে একে ৮২টি অবৈধ সোনার বার উদ্ধার করি। ২৪ ক্যারেটের সোনার বারগুলোর ওজন ৯ কেজি ৫৯ গ্রাম এবং বাজারমূল্য ৫ কোটি ৭৪ লাখ টাকা। তার বিরুদ্ধে কাস্টমস আইনে পদক্ষেপ নেওয়া হচ্ছে।