লন্ডন: বিয়ানী বাজার পৌরকল্যান সমিতি ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ১৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের বারাকা রেস্তরাঁয় অনুষ্টিত হয়েছে।সভায় উপস্হিত সকলের মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো: বাবুল হোসেন ।
সভায় গৃহিত অন্যান্য সিদ্ধান্ত সমুহের মধ্যে রয়েছে,
জনাব হুমায়ুন কবির এবং আলতাফ হোসেনকে কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্তির জন্য সকলে একমত পোষণ করেন।
সমিতির সহ সভাপতি ইসলাম উদ্দিনের বড় ভাই জনাব হেলাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় । আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারী মাসে সমিতির পক্ষ থেকে পৌর শহরে একটি চক্ষু শিবিরের আয়োজন করা এবং কমিটির সকল সদস্যকে পাঁচ জন করে ক্লিন ইমেজের নতুন সদস্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়। সভায় আগামী ২৮ অক্টোবর সোমবার একই স্থানে সংগঠনের কার্যকরী কমিটির পরবর্তী সভার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিয়ানীবাজার পৌর কল্যান সমিতি ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্টিত
Advertisement