বিয়ের ১১ বছর পর প্রথম সন্তানের জন্ম নিলো ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি অভিনেতা রাম চরণ ও উপাসনা কোনিদেলার ঘরে। ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন তারা। এদিকে ইতিমধ্যেই রাজকুমারীর জন্য গান বানিয়ে ফেলেছেন অস্কারজয়ী নাটু নাটু গায়ক কালা ভারব।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহখানেক আগেই পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন আর আর খ্যাত অভিনেতা রাম চরণ। আর আজ মঙ্গলবার হয়দরাবাদের একটি বেসরকারী হাসপাতালে তার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে । হাসপাতাল জানানো হয়েছে , মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন । তারকা জুটির দুই পরিবারে বইছে খুশির বাতাস ।২০১২ সালে ১৪ জুন উপাসনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। প্রসঙ্গত, গত বছর দক্ষিণী সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা জানিয়েছিলেন তিনি সন্তান ধারণ করতে চান না। কারণ হিসেবে জানিয়েছিলেন, তার উদ্দেশ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ। মাস কয়েক আগে উপাসনাকে বলতে শোনা গিয়েছিল, ‘বিয়ের পর বাচ্চা নেওয়াটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখনই সন্তান চাই না আমরা। আমার সন্তান হওয়া নিয়ে ভয় রয়েছে। আমি এখন ওজন ঝরাচ্ছি।’সেই সময় রামচরণ বলেছিলেন, ‘মেগাস্টার চিরঞ্জীবী সন্তান হওয়ায় আমার উপর কিছু গুরুদায়িত্ব রয়েছে। সন্তান নিলে আমি লক্ষ্যভ্রষ্ট হব। তাই আগামী বেশ কিছু বছর সন্তান না নেওয়ার সিদ্ধান্তই নিয়েছি আমরা।’তবে সবাইকে অবাক করে দিয়ে ২০২২ সালের ডিসেম্বরে অভিনেতা চিরঞ্জীব সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন সুখবর। লেখেন, ‘শ্রী হনুমান জির আশীর্বাদে আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, রামচরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে।’ বাবার করা টুইট শেয়ার করেছিলেন রাম চরণ একটা হাত জোড় করার ইমোটিকন দিয়ে।
বিয়ের ১১ বছর পর বাবা হলেন রাম চরণ
Advertisement