ব্রিট বাংলা ডেস্ক :: কন্যাসন্তানের বাবা-মা হলেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা । সোমবার দুপুরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

— Virat Kohli (@imVkohli) January 11, 2021
এই খবরে তাদের ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। কন্যা সন্তানের নামকরণ কী করা হবে সেই নিয়ে চলছে জল্পনা।

বিরাট এবং আনুশকার সন্তান হওয়ার খবরে বিভিন্ন মহল থেকে উপচে পড়ে শুভেচ্ছা বার্তা। সেলিব্রিটি থেকে শুরু করে তারকা ও প্রাক্তন তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বিরাট আনুশকাকে।
বিরাটের টুইট শেয়ার করে অঙ্গদ বেদি লিখেছেন, ‘নতুন বাবা-মা অনুষ্কা শর্মা ও বিরাট কোহালিকে অনেক অভিনন্দন, ঘরে লক্ষ্মী এল’।
ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দু’জনকেই।