বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩২৭ জাপানি

ব্রিট বাংলা ডেস্ক :: ‍করোনা পরিস্থিতির অবণতির আশঙ্কায় বাংলাদেশে অবস্থানকারী ৩২৭ জাপানি নাগরিক বৃহস্পতিবার সকালে ঢাকা ছেড়ে গেছেন। জাপান সরকারের ভাড়া করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে (স্পেশাল ফ্লাইটে) সকাল সোয়া ১০টার দিকে তারা নারিতা বিমানবন্দরের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন। জানান, ঢাকা ছেড়ে যাওয়া ৩২৭ জাপানি নাগরিকের মধ্যে একটি শিশুও রয়েছে। গত সোমবার এক বিশেষ ফ্লাইটে ২৬৯ নাগরিককে ঢাকা থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ওই ফ্লাইটে ছিলেন ঢাকায় কর্মরত বেশ ক’জন মার্কিন কূটনীতিক, তাদের পরিবার এবং নিয়মিত ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়া মার্কিন নাগরিকগণ। তাদের বহনে কাতার এয়ারওয়েজের বোয়িং-৭৭৭ উড়োজাহাজ ভাড়া করেছিল ট্রাম্প প্রশাসন। আগের ফ্লাইট ধরতে না পারা কিছু যাত্রী এবং আমেরিকান ফিরতে দূতাবাসে নতুন আবেদনকারীদের জন্য দ্বিতীয় স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। তিন দিনের মধ্যে ফ্লাইটটি ঢাকা আসছে বলে জানা গেছে।

উল্লেখ্য গত ২৫ ও ২৬শে মার্চ ভুটান ও মালয়েশিয়া পৃথক ৩টি স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তাদের নাগরিকদের ঢাকা থেকে সরিয়ে নেয়।

সর্বশেষ: পূর্ব এশিয়া একটি দেশ, বৃটেন এবং ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত বিভিন্ন দেশের হাজারও নাগরিক তাদের নাগরিকদের পছন্দে গন্তব্যে পৌঁছাতে প্রস্তুতি নিচ্ছে। তারা জোটবদ্ধভাবে এক বা একাধিক ফ্লাইটে তাদের নাগরিকদের সরিয়ে নেবে না-কি স্বতস্ত্র ফ্লাইট ভাড়া করবে তা দু’একদিনের মধ্যে স্পষ্ট হবে বলে ধারণা দেয়া হয়েছে।

Advertisement