বিশ্বকাপ জয়ের স্মৃতি দিয়ে ‘শূন্যস্থান পূরণের’ পালা বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন জয় নেই বাংলাদেশ ক্রিকেট দলের। তাই সাফল্যের ঘর ‘শূন্য। এবার সেই শূন্যর ঘর পূরণের পালা টাইগারদের। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ দল বিশ^কাপ জিতেছে। সেই স্মৃতিতেই উদ্ভাসিত পেসার শরিফুল ইসলাম। বিশ^কাপ জয়ী দলের সদস্য ছিলেন শরিফুল। বিশ^কাপের স্মৃতিতে রোমাঞ্চিত তিনি। এবার জাতীয় দলের হয়ে জয়ের হাসি হাসতে চান তিনি।
ক্রিকেটের তিন ফরম্যাটের কোনটিতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় পায়নি বাংলাদেশ। এবারের সফরের তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে সিরিজ। তাই ওয়ানডে সিরিজের প্রথম পরীক্ষাতেই পাস করতে মরিয়া বাংলাদেশ। ওয়ানডে সিরিজে পাস করতে পারলে, টেস্ট সিরিজের পরীক্ষা নিয়ে প্রস্তুতি নেয়াটা সহজই হবে বাংলাদেশের। আর এক্ষেত্রে আত্মবিশ^াসে টগবগ করছে বাংলাদেশ। কারন বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ।তবে আপাতত ওয়ানডে সিরিজে ভালো করার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ। কারন এই ফরম্যাটে দীর্ঘদিন ধরেই ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত বাংলাদেশের।তবে আরও একটি টনিক দক্ষিণ আফ্রিকায় দলকে ভালো খেলার সাহস দিচ্ছে। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ দলের বিশ^কাপ জয়। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো বাংলাদেশ। সেই অভিজ্ঞতা জাতীয় দলের সিরিজে কাজে লাগাতে চান শরিফুল।তিনি বলেন, ‘প্রথম যেদিন শুনেছি দক্ষিণ আফ্রিকায় আমাদের সিরিজ আছে, তখনই মনে পড়েছে, সেখানে আমরা বিশ্বকাপ জিতেছি। তখন অনেক ভালো লেগেছিল।দল হিসেবে খেলতে পারলে, ভালো করা সম্ভব বলে জানান শরিফুল। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের দল নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগেই সবাই কিছু না কিছু অবদান রাখছে। আমরা যদি দল হিসেবে খেলতে পারি, ভালো কিছু নিয়ে যেতে পারবো।’

Advertisement