ব্রিট বাংলা ডেস্ক :: বিশ্ব মা দিবস আজ। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববারকে ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালন করা হয়।
দিবসটির মূল উদ্দেশ্য মাকে যথাযথ সম্মান ও ভালোবাসা দেয়া। যদিও মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে নির্দিষ্ট কোনো দিন নেই। তার পরও এ দিনে সন্তানেরা নানাভাবে মাকে আনন্দ দেয়ার চেষ্টা করে।
বাংলাদেশে এ দিবসটি ঘটা করে পালন করা না হলেও মাকে নানা উপায়ে সম্মান জানানো হয়। মাকে সালাম, ফোন করে কিংবা এসএমএসের মাধ্যমে দোয়া নেয়া, চকলেটসহ নানা উপহার দেয়ার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়ে থাকে।
সাধারণত সন্তানরা তাদের মাকে ফুল, কার্ড ও বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকেন। মাকে নিয়ে নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। করোনাভাইরাসের কারণে কোনো অনুষ্ঠান হচ্ছে না। এক দশক ধরে আজাদ প্রডাক্টস ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’ দিয়ে এলেও করোনার কারণে এবার তা হচ্ছে না। ‘মা’ ছোট্ট একটি শব্দ। কিন্তু কী বিশাল তার পরিধি।
সৃষ্টির আদিলগ্ন থেকে মধুর এ শব্দটি শুধু মমতার নয়, ভালোবাসারও সর্বোচ্চ আধার। মায়ের অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীর প্রাণ ধারণ করা সম্ভব নয়। সন্তানের জন্য মা বিপুল ত্যাগ স্বীকার করেন, অকৃত্রিম ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করেন। প্রতিদানে কিছুই চান না। সেই মায়ের জন্যই আজ একটি বিশেষ দিন।