বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস আজ

আজ ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। ১৮২৮ সালের এই দিনে রেড ক্রস-রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য প্রতিবছর তাঁর জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে বিশ্বে উদযাপন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিও যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে দিবসটি পালন করছে। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের সব অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সম্পাদিত হবে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। এবারের দিবসটির থিম হচ্ছে ‘অপ্রতিরোধ্য’। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা ১৯২টিরও বেশি দেশে অবিরামভাবে কাজ করে যাচ্ছেন। বড় শহরগুলো থেকে শুরু করে প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন নানা ধরনের মানবিক সহায়তা এবং সেই সঙ্গে মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানবতার শক্তি অবিরাম, অপ্রতিরোধ্য।

Advertisement