বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় গ্লোবের ভ্যাকসিন

ব্রিট বাংলা ডেস্ক :: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার গ্লোব বায়োটেক এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ই অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের আবিষ্কার করা তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকাতে অন্তর্ভুক্ত করেছে। গ্লোবের ভ্যাকসিনের নাম ব্যানকোভিড। ভ্যাকসিন তিনটি হলো, D614G Variant mRNA vaccine, DNA plasmid vaccine Ges Adenovirus Type-5 Vector Vaccine। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গ্লোব বায়োটেক-ই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যাদের সর্বোচ্চ তিনটি ভ্যাকসিনের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন ক্যান্ডিডেটের তালিকাতে রয়েছে। এর আগে গত ৫ই অক্টোবর গ্লোব জানায়, তাদের টিকার ট্রায়াল প্রাণিদেহে সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন মানবদেহে ট্রায়ালের প্রস্তুতি নেয়া হচ্ছে।

টিকার উন্নয়নে সম্প্রতি আন্তর্জাতিক উদরাময় গবেষণা সংস্থা বাংলাদেশ-আইসিডিডিআরবি’র সঙ্গে একটি সমঝোতা সই করেছে গ্লোব কর্তৃপক্ষ।

Advertisement