ব্রিট বাংলা ডেস্ক:ব্রিটেনের বৃটিশ বাংলাদেশী কারী শিল্পের চলমান সংকট সমাধানে আগামী ১০জুলাই বৃটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ ও সরকার বিরোধীদলীয় এমপিদের সাথে দিনব্যাপী সভা কর্মসূচী ।
এ বিক্ষোভ কর্মসূচীকে সফল করার লক্ষে বাংলাদেশ ক্যাটারার এসোসিয়েশন এসেস্ক রিজিয়নের উদ্যোগে বৃহস্পতিবার এসেস্কর স্টানফোর্ড লী হোপের পানাহার রেষ্টুরেন্টে এক নেটওয়ার্কিং সভার আয়োজন করা হয়।বিসিএর কেন্দ্রীয় সহ-সভাপতি ও এসেস্ক রিজিয়নের সভায় জামাল উদ্দিন মকদ্দুসের সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রেস সেক্রেটারী ও এসেস্ক রিজিয়নের সেক্রেটারী ফরহাদ হোসেন টিপুর ,যুগ্ম সম্পাদক সালেহ আহমদের যৌথ পরিচালনায় এবং সিনিয়র ক্যাটারার শোয়েবুর রহমানের সাবির্ক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএর কেন্দ্রীয় প্রেসিডেন্ট কামাল ইয়াকুব ।
অনুষ্ঠানে বক্তব্রা বলেন, আগামী১০জুলাই বিক্ষোভ করমসূচীর প্রধান দাবী হচ্ছে, দক্ষ শেফ ওস্টাফ আনার ক্ষেত্রে উচ্চ বেতনের পরিধি কমানো,সকল আনডকুমেন্টেট ওয়ার্কারদের কাজের বৈধতা প্রদান,চলমান ব্যবসার উচ্চহারের ভ্যাট কমানো এবং রেষ্টুরেন্টে যখন তখন রেইড বন্ধ করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিক্ষোভ হিসেবে বক্তব্য রাখেন বিসিএর বিক্ষোভ কর্মসূচীর প্রধান সমন্বয়কারী ওব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ,বিসিএর কেন্দ্রীয় ট্রেজারার সাইদুর রহমান বিপুল,কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোজাহিদ চৌধুরী,মেম্বারশীপ সেক্রেটারী সাইফুল আলম,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ হাসান আহমদ, সহ-সহসভাপতি নাজাম উদ্দিন নজরুল ,এসেস্ক রিজিয়নের ট্রেজরার আলতাফ হোসেন, সহ-সভাপতি শাহ আশরাফ হোসেন মুকুল আব্দুল হক,সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন ,মেম্বারশীপ সেক্রেটারী আব্দুল সোফান,প্রেস সেক্রেটারী আনোয়ার হোসেন মুরাদ,সিনিয়র ক্যাটারার সিরাজ আলী,শেখ আব্দুল খালিক ,সিদ্দিকুর রহমান জয়নাল ,শাইস্হা নিয়া,নাফি আহমদ চৌধুরী, আব্দুল হান্নান প্রমূখ ।
সভায় বৃটিশ বাংলাদেশীদের কঠোর শ্রম ও মেধায় প্রতিষ্ঠিত কারী শিল্পকে রক্ষায় আগামী ১০ জুলাই বৃটিশ পার্লামেন্টের সামনে সকল টাউনের ব্যবসায়ী ও কমিউনিটি সংগঠনকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হয়ে এটিকে সফল করার আহবান জানান ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সিরাজুল ইসলাম ।