বিয়ানীবাজারের গ্রাম পুলিশ শাহীনকে সম্মানীত করলেন ওসি

সিলেট অফিস : আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করার স্বীকৃতি সরুপ বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গ্রাম পুলিশ শাহীন আহমদকে বিয়ানীবাজার থানা পুলিশ বিশেষ সম্মানণা প্রদান করেছে।


সোমবার বিয়ানীবাজার থানায় অফিসার ইনচার্জ হিল্লোল রায় সকল পুলিশ কর্মকর্তা ও ৮৮ জন গ্রাম পুলিশের উপস্থিতিতে শাহীন আহমদ এর হাতে সম্মানণা ক্রেস্ট তুলে দেন।

এ সময় তিনি বলেন, বিয়ানীবাজার থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের অবদান রয়েছে। গ্রাম পুলিশগণ যথাযথ ভাবে কাজ করলে এলাকায় অপরাধি কোনভাবেই অপরাদ সংঘঠিত করতে পারবে না। তিনি বলেন, শাহীন আহমদ তার এলাকায় সর্বাত্মক ভাবে পুলিশকে সহযোগিতা করে আসছে তার স্বীকৃতি সরুপ আজ তাকে এই সম্মানণা ক্রেস্ট প্রদান করা হলো।

ধারাবাহিক কাজের স্বীকৃতিসরুপ অপরাপর গ্রাম পুলিশকে এ রকম সম্মানণা প্রদান করা হবে উল্লেখ করে ওসি বলেন, সবাইকে ভালো কাজ দেখাতে হবে। অপরাদ দমনে পুলিশকে সহযোগিতা করতে হবে। অপরাধিদের হুমকীতে ভয় না পেয়ে কাজ করতে হবে। পুলিশ গ্রাম পুলিশদের যে কোন সমস্যা সমাধানে এগিয়ে আসবে।

Advertisement