ব্রিট বাংলা ডেস্ক : বিয়ানীবাজার ও ঢাকার পর এবার সিলেটের করোনা আক্রান্ত রোগীদের সেবা করার জন্য শহীদ শামসুদ্দিন হাসপাতাল এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশকে দুই শতাধিক পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট পিপিই প্রদান করেছে নাজিম-টিপু-শিপনের নেতৃত্বাধীন বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে। এসময় হাসপাতাল এবং পুলিশ প্রশাসন প্রবাসীদের এই সময় উপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের চারবারের সভাপতি মুহিবুর রহমান মুহিব, ট্রাস্টের শীর্ষ নেতা আব্দুল করিম নাজিম, ফরহাদ হোসেন টিপু এবং ইফতেখার আহমেদ শিপন এবার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় তারা ইতোমধ্যে বিয়ানীবাজারের দুটি হাসপাতাল, পুলিশ ও উপজেলা প্রশাসন এবং রাজধানী ঢাকার একটি হাসপাতালে পিপিই প্রদান করেছেন।
এরই ধারাবাহিকতায় তারা বৃহস্পতিবার দুপুরে পর্যায়ক্রমে সিলেট মেট্রোপলিটন পুলিশকে ৬০টি, জেলা পুলিশকে ৬০টি এবং করোনা রোগীদের আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১০০টি পিপিই প্রদান করেন। সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান, বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের সম্বন্বয়ে একটি টিম প্রবাসীদের এই শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন।
সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের এসপি ফরিদ উদ্দিন এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুসুর রহমান এই পিপিই গ্রহন করেন। নিজেরা বিপদে থাকার মধ্যেও দেশের মানুষের জন্যে পিপিই প্রদান করায় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ইংল্যান্ডে ট্রাস্টের দানশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই ব্যতিক্রমী এবং সময় উপযোগী মহতী কার্যক্রম অন্যান্য উপজেলায় বাস্তবায়নের জন্যেও তাগিদ দেন উপস্থিত সুধীজনেরা।
পিপিই প্রদান করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন-বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, কবি ফজলুল হক, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সিলেট জেলা আওয়া মীলীগ নেতা মজির উদ্দিন, এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, চ্যানেল এস এর সাংবাদিক হাসানুল হক উজ্জ্বল, মইন উদ্দিন মনজু, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন ও মোতাহির হোসেন জাহির প্রমুখ