বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি ও বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর ভূমিদাতা আব্দুর রউফের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক পৃথক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারন সম্পাদক আমিনুল হক জিলু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন শিপন, বিসিএ সভাপতি এম এ মুনিম, সেক্রেটারী মিঠু চৌধুরী।
বিবৃতিদাতারা মরহুম আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ কওে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন।
বিবৃতিদাতারা শোক বার্তায় মরহুম আব্দুর রউফকে একজন সমাজ হিতৈষী ও পরপোকারী উল্লেখ করে বলেন, আব্দুর রউফ সমাজের কল্যানে সর্বদা কাজ করে গেছেন। তিনি একজন নিরব দানশীল ব্যক্তি ছিলেন। আব্দুর রউফের মৃত্যুতে কমিউনিটি একজন ভালো মনের মানুষকে হারালো।