বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নব-নির্বাচিত কমিটির পরামর্শ সভা অনুষ্টিত

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নব-নির্বাচিত কমিটির প্রথম পরামর্শ সভা পূর্ব লন্ডনের তসলা রেষ্টুরেন্টে বৃহস্পতিবার ২রা মে বিকালে অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি মোং নাজিমুদ্দিন এবং পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।

পবিত্র রমজান মাসে সমিতির ইফতার মাহফিল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা হয়।

সভায় মুরব্বিদের মধ্যে উপস্হিত ছিলেন আলহাজ্ব রউফুল ইসলাম,মুহিবুর রহমান মুহিব,শাহাব উদ্দিন চন্ঝল,আলহাজ্ব বাজিদুর রহমান,হাজী সওয়াফ উদ্দিন,মো: রফিক উদ্দিন, সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ,কোষাধ্যক্ষ জইন উদ্দিন পাপলু,আফসার খান সাদেক,শামছুল হক এহিয়া,দিলাল আহমদ,এমরান আহমদ,বদরুল আলম,মিছবা উদ্দিন সানি,সেতু আহমদ,আহমদ মুস্তাক,ফারুক উদ্দিন,আব্দুল হাকিম হাদি,দেলোয়ার হোসেন দিলু,মোজাহিদুল ইসলাম,কামাল হোসেইন,রুহেল আলম,সৈয়দ সামি,আব্দুস সালাম,মুন্না আহমদ রাজু,জসিম উদ্দিন,সহিদ উদ্দিন অপু,ইফতেখার আহমদ সিপন,শাহজাহান খান,জুবের আহমদ,মাহমুদ আশরাফ দিলু,বেলাল উদ্দিন,আব্দুস সহিদ,মোহাম্মদ বাতিন,খুরশেদ আলম,আলম হোসেন,আব্দুল হান্নান,আতাউর রহমান আবু,সাদেক আহমদ,শামিম উদ্দিন,ময়নুল ইসলাম,জাহাঙ্গীর সিদ্দিক,আবুল কাশেম,সহ অন্যান্যরা।সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী জসিম

Advertisement