বিয়ানীবাজার পৌর কল্যাণ সমিতির সম্মেলন   সভাপতি বাবুল-ফখরুল সাধারণ সম্পাদক-এনাম ট্রেজারার নির্বাচিত

বিয়ানীবাজার পৌর কল্যাণ সমিতি, ইউ কে’র দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আগামী দু’বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিঠি নির্বাচিত করা হয়।

গত ৮ এপ্রিল সোমবার বিকেলে পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে সংগঠনের বিদায়ী সভাপতি এনায়েত সারওয়ারের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা সভা অনুষ্টিত হয়।সভায় বক্তব্য রাখেন খায়রুল আলম মজুমদার বকুল, দেওয়ান তাজুল ইসলাম, ইসলাম উদ্দিন, আলফাছ উদ্দিন, ফখরুল ইসলাম, আতিকুর রহমান, শিহাব উদ্দিন কাজল, আশিকুর রহমান, অজি উদ্দিন, হাজী ফখরুল, সাব্বির আহমদ, আহমদ শরীফ প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আগামী দু’বছরের জন্য নতুন কমিটির নির্বাচন।

এতে  সর্বসম্মতিক্রমে মো: বাবুল হোসেন সভাপতি,ইসলাম উদ্দিন ও জামাল উদ্দিন সহসভাপতি,

ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক, শিহাব উদ্দিন কাজল সহসাধারণ সম্পাদক, এনাম উদ্দিন ট্রেজারার এবং হাজী ফখরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে আগামী দু’বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি নির্বাচিত করা  হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, প্রচার সম্পাদক আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, সহসাংগঠনিক আহমেদ শরীফ,সদস্য এনায়েত সরওয়ার, খায়রুল আলম মজুমদার বকুল, দেওয়ান তাজুল ইসলাম, আনোয়ার হোসেন মুরাদ, একে আজাদ, আলফাছ উদ্দিন, আহমেদ মোস্তাক, অজি উদ্দিন, দবির হোসেন।

এদিকে আলোচনা সভায় বক্তারা  বিয়ানীবাজারে একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্হাপনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।

Advertisement